তামাবিলে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের মতবিনিময় ॥ সিলেট থেকে ট্রান্সপোর্ট চালান ব্যতীত কোন ট্রাককে মালামাল পরিবহন করতে দেওয়া হবে না

113

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সাথে আঞ্চলিক শাখা তামাবিল ট্রান্সপোর্ট সমিতি ও স্থানীয় বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নলজুরিস্থ জেলা পরিষদের ডাক বাংলোয় তামাবিল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামরুল গাজীর সভাপতিত্বে ও সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিপ্লব রায় ও তামাবিল ট্রান্সপোর্ট মালিক সমিতির সম্পাদক আবুল খায়েরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সভাপতি মোঃ সামছুদ্দিন সামছূ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের সিনিয়র সহ-সভাপতি সিরাজ চুন্নু, সাধারণ সম্পাক আসলাম আহমদ, দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সিলেট জেলা ট্রাক ও কাভার ভ্যান মালিক সমতির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সুহেল, জাফলং ষ্টোনক্রাশার মালিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, ট্রান্সপোর্ট মালিক গ্র“পের  সদস্য আনোয়ার পাঠান, সদর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন আহমেদ, হায়দার আলী, তামাবিল ট্রান্সপোর্ট সমিতির উপদেষ্টা কামাল উদ্দিন মজুমদার, সফিকুল ইসলাম আজাদ, আকবরুজ্জামান পলাশ, নিপ্পন চন্দ্র দাস রিপন, ট্রান্সপোর্ট ও কয়লা ব্যাবসায়ী ফারুক আহমেদ, সুহেল আহমেদ, জসিম আহমেদ, শাহিন আহমেদ, মিজান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন সিলেট থেকে ট্রান্সপোর্ট চালান ব্যতীত কোন ট্রাককে মালামাল পরিবহন করতে দেওয়া হবে না। কোন ট্রাক ট্রান্সপোর্ট চালান ছাড়া মালামাল পরিবহন করার চেষ্টা করলে যে কোন মূল্যে তা প্রতিহত করতে সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্র“পের অন্তর্ভুক্ত সকল আঞ্চলিক শাখার নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। পাশাপাশি কয়লা, পাথরসহ সকল প্রকার ব্যবসায়ীদের ট্রান্সপোর্ট চালান ব্যতীত কোন গাড়িতে মালামাল পরিবহন থেকে বিরত থাকার ও অনুরোধ করেন বক্তারা।