মৌলভীবাজারে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার অঙ্গীকার ৩শ’ চালকের

23

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার কার্যালয়ের উদ্যোগে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় ৩০০ জন পরিবহণ চালক যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন।
শনিবার (১১ আগস্ট) বেলা ১১টায় শহরের শাহ মোস্তফা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, শাহ মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা।
কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খান, ডা. সায়মা মোজাহিদ লিজা, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন) মো. সালাউদ্দিন কাজল।
এতে চালকদের দক্ষতা অর্জনের জন্য নানা নির্দেশনা দেন প্রশিক্ষকরা। প্রশিক্ষণ চলাকালে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের কাছে চালকরা আসন্ন ঈদে যাত্রীদের সচেতনভাবে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি চলমান আইন মেনে গাড়ি চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।