লুবনা জেরিন সীমা
আলোর প্রদীপ নিভে গেছে
কথার জালে আটকে
কাল রাত্রি বয়ে গেছে
ঘূর্ণি ঝড়ের তান্ডবে,
সুখের প্রদীপ জ্বালানোর
সাধ্য কি আর আছে।
কচুপাতার জলের মতো
ভালোবাসা টলমল
নড়বড়ে লাজুক।
সময়ের বিবর্তনে উচ্ছিষ্ট
যৌবনের সেতু বন্ধন মলিন,
তবু নিত্য নতুন তৈরি হয় আবেগ,
ভালোবাসার সুবাসিত পুষ্প পরাগ রেণু।
সকালের শিশিরে দূর্বা ঘাসের
ডগায় লেগে থাকা
কোমলমতি ছোট্ট বিন্দুর
মতই স্পর্শকাতর অবিরাম সুখধারা।
প্রথম দেখা জ্যোৎস্নার রাতগুলোকে
বড্ড বেশি নির্ঘুমরাত মনে হয়।
একটা সুখশুদ্ধ রাত্রি তুমি আমি
একান্তে কাটানোর অপেক্ষায়
কত রাত্রি করেছি পার
ভেবে ভেবে অক্লান্ত পরিকল্পনায়,
কবে কখন আসবে সেই
পরিকল্পিত ফুলশয্যার রাত।