সিলেট সদর উপজেলার সাহেববাজার আলাইবহরস্থ মন্দিরে শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর ১শ’তম আবির্ভাব উপলক্ষে দু’দিন ব্যাপী উৎসব গত শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। গত শুক্রবার উৎসব শুরু হয়। উৎসবের অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, শ্রীমদ্ভাগবত পাঠ, শুভ অধিবাস, মঙ্গল কীর্তন, শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর বাল্যলীলা ও জীবনলীলা বর্ণনা ও মহাপ্রসাদ বিতরণ।
দু’দিনব্যাপী উৎসব সফল ভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও পুলিশ কর্তৃপক্ষকে মন্দির পরিচালনা কমিটির পক্ষে মন্দিরের প্রতিষ্ঠাতা দেবব্রত গোস্বামী, এডভোকেট ভুপেশ রঞ্জন চন্দ, অরুণ চক্রবর্তী, সেকু দত্ত চৌধুরী, নিবারণ পাত্র, নৃপেন্দ্র পাত্র, শক্তি পাত্র, সুশেন পাত্র ও হরলাল পাত্র ধন্যবাদ জানান এবং সকল ভক্ত পুণ্যার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি