পেশাজীবি পরিষদের সভা ॥ ১৮ ডিসেম্বর সংহতি সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান

39

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবয়াক লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর‘র সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভা সর্বসম্মতিক্রমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ড থেকে বাদ দেওয়ার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর সিসিক প্রাঙ্গণে সংহতি সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়। সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর সিটি কর্পোরেশন হল রুমে সিসিক কাউন্সিলর এবং ১১ ডিসেম্বর সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ‘র সাথে হোটেল হলিসাইডে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা ও প্রচারপত্র বিলি করার জন্য ঐক্যমত পোষণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সিলেট পেশাজীবী পরিষদ‘র সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম‘র পরিচালনায় জরুরী সভায় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজ্জামেল হক, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, আই ই বি‘র প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, বৃহত্তর গণদাবী পরিষদ‘র আহবায়ক আখলাক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, এস আর ক্যাপিটেলের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, সংগঠক ও ব্যবসায়ী এইচ এম আব্দুর রহমান, আব্দুল মান্নান পুতুল, মঈন উদ্দিন সুহেল, এডভোকেট আবুল ফজল, এডভোকেট লোকমান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, রিক্সা মালিক ঐক্য পরিষদ‘র সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, আব্দুল মজিদ, দুর্জয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামন দীপু, আব্দুল হাসিম জাকারিয়া, সৈয়দ বদরুল আলম, এডভোকেট আবু নোমান, সুমেল আহমদ চৌধুরী, সোহেল রানা প্রমুখ।
সভায় পেশাজীবী নেতৃবৃন্দ আগামী ১৮ ডিসেম্বর‘র সংহতি সমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান।
পরিশেষে ৭নং ওয়ার্ড কাউন্সিলর নজিবুর রহমান নিরু‘র আশু সুস্থতা কামনা এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুসলিম ঐক্য পরিষদ‘র সভাপতি আসলাম রহমানী। বিজ্ঞপ্তি