মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে গত ৯ ডিসেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরী হলে ‘মানববিদ্যা শিক্ষায় চলন্ত বিতর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বিশিষ্ট কবি ও সংগঠক শুভেন্দু ইমাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার খন্দকার মাহমুদুর রহমানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে সেমিনারকে প্রাণবন্ত করে তোলেন। বিজ্ঞপ্তি