গুম, খুন, হত্যার প্রতিবাদে ও হরতাল অবরোধে সমর্থনে গতকাল সোমবার মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর নেতৃত্বে নগরীর চৌহাট্টা এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাদার কেয়ারের সামন থেকে শুরু করে আলীয়া মাদ্রাসার গেইটে এসে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকী বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সরকার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে গুম করা হয়েছে, গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশকে একটি ঘাতকের এবং বসবাসের অনুপযোগী জনপদে পরিনত করছে। তাদের নির্যাতনের ভয়াবহতা ৭২ ও ৭৫ এর সেই সময় কে হার মানিয়েছে। বিগত অনেকদিন যাবৎ বিএনপির জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেও এ সরকার শান্ত হয়নি। আন্দোলন কর্মসুচিকে থামিয়ে রাখতে একের পর এক নেতা কর্মীকে গুম, খুন, নির্যাতন, কারাবন্দী করে রেখেছে। রুহুল কবির রিজভীকে দিনের পর দিন রিমান্ডের নামে অত্যাচার করছে। কূটনীতিক বিষয়ে বহির্বিশ্বে যোগাযোগের অপরাধে বিএনপির ভাইচ চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে কারাবন্দী করে রাখা হয়েছে। মহানগর বিএনপি আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বদরুজ্জামান সেলিম, হাবিবুর রহমান হাবিবসহ অসংখ্য নেতাকর্মীকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়। তাদেরকে নি:শর্ত ভাবে মুক্তি না দিলে এবং গুমকৃত সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নতুবা আমরা সিলেট থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহাগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. নাজমুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, আব্দুল জব্বার তুতু, মহানগর বিএনপি নেতা সুদীপ রঞ্জু সেন বাপ্পু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মুজিবুর রহমান, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, সৈয়দ আলী, আব্দুল হাদি মাসুম, মুহিবুজ্জামান, জামাল আহমদ, এড. ইস্রফিল, মোস্তাকুর রহমান রুমন, মঈনুল ইসলাম মন্জু, এড. জসিম আহমদ, ছাত্রদল নেতা সোহেল আহমদ, আবু সাঈদ তায়েফ, দেওয়ান রেজওয়ান আহমদ, মন্জুর হোসেন মজনু, মঈন উদ্দিন, আজাদ আহমদ, দুলাল রেজা, তুফায়েল আহমদ, আসাদ আহমদ, জহিরুল ইসলাম, সুরমান আলী, কবির উদ্দিন, পল্লব রায়, লালা আহমদ, দুলাল আহমদ, সাব্বির আহমদ, মাহি আহমদ, শাহরিয়ার আহমদ, রাকিব আহমদ, সাঈদ আহমদ, খোকন আহমদ, আবিদ আহমদ, নাহিদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি