সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেছেন, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় আমরা সিলেটবাসী ক্ষুব্ধ। রায়হান হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, নইলে সিলেটের আপামর জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।
২১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ন্যাশনাল অনলাইন এক্টিভিস্ট ফোরাম ও উই আর ন্যাশনালিস্ট এর উদ্যোগে ন্যাশনাল অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও নাগরিক অধিকার পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) সমন্বয়ককারী আব্দুল হাছিব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ডা. আশরাফ আলী, খছরুজ্জামান খছরু, আব্দুল ওয়াহিদ সোহেল, কয়েস আহমদ সাগর, বেলায়েত হোসেন মোহন, এমদাদুল হক স্বপন, ফখরুল ইসলাম রুমেল, মির্জা সম্রাট, অলিউর রহমান অলি, মহসিন সরদার, পারভেজ খান জুয়েল, কামরুল হাসান কামরুল, হাসান মঈনউদ্দিন আহমদ মঈনুল, মিজানুর রহমান পাবেল, তাহসিন মেহেদী প্রিন্স, মতছির আহমদ, নির্জয় রায়, মাহিদুল হক শাহিন, আলী আকবর রাজন, দুলাল রেজা, এবি মজুমদার রনি, আলী আহসান হাবিব, আনোয়ার হোসেন সুজন, এস রহমান সায়েফ, ইমরান আহমদ, মকবুল আহমদ, জুনেদ আহমদ রাফি, ফয়ছল আমিন, আবু বক্কর সিদ্দিক, সাহেদ আহমদ, আলী আহমদ, জাবেদ আহমদ, মাছুম আহমদ, রুমান আহমদ রাজু, ইকবাল হোসেন, সিপন আহমদ, মাসুদুর রহমান মাসুম, আলেক আহমদ, সানি আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি