সিলেটের বিভিন্ন মাদ্রসার মুহতামিমদের সাথে জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) ৪০ সালা দস্তারবন্দী সম্মেলন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। সভায় সম্মেলন কমিটির পক্ষ থেকে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ৪০ সালা দস্তারবন্দী মহা সম্মেল সফল করতে মাদ্রসার মুহতামিম নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। তারা বলেন দরগাম মাদ্রাসা দস্তারবন্দীর আয়োজন করলেও মূলত সম্মেলটি সিলেটের সকল মাদ্রাসার।
গতকাল সোমবার মহা-সম্মেলন বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক শায়খুল হাদীস মহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন দস্তারবন্দী সম্মেলনের আহ্বায়ক জামেয়ার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া। সভায় বক্তব্য রাখেন, দস্তারবন্দী সম্মেলনের সদস্য সচিব ও সহকারী মুহতামিম মাওলানা হাফিজ আসাদ উদ্দিন, মাওলানা আতাউল হক জালালাবাদী। আগত মুহতামিমদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নাজিমে এদারাও মেজরটিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, সুবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী, জামিয়াতুল খায়র এর নির্বাহী মুহতামিম ও ইসলামী ফাউন্ডেশন সিলেট এর উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, কাজির বাজার মাদ্রাসার মাওলানা মাশুক আহমদ, দারুসসালাম মাদ্রসার মাওলানা ইমদাদ উল্লাহ, জামেয়া উম্মল কুরা মাদ্রাসার মাওলানা আনোয়ারুল ইসলাম, দলদলী মাদ্রাসার মাওলানা তফজ্জুল হক, গোপশহর মাদ্রাসার মাওলানা আব্দুল আজিজ, তেতলী টিলাবাড়ীর মাদ্রাসার গাজী রহমত উল্লাহ, বিমানবন্দর মাদ্রাসার মাওলানা আব্দুল মুকতাদির, জামিয়াতুল খায়র মাওলানা সাদেক আহমদ, কুচাই মাদ্রাসার মুফতি রশিদ আহমদ প্রমুখ। সভায় আগত মুহতামিমরা দরগাহ মাদ্রাসার এই সম্মেলনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন দরগাহ মাদ্রাসার কর্তৃপক্ষ যে কাজ করার জন্য তাদের কে বলবেন তারা তা পালন করার চেষ্টা করে যাবেন। বিজ্ঞপ্তি