সিলেট জেলার বিভিন্ন থানায় গত ৩০ নভেম্বর ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন নিয়মিত মামলার পলাতক আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী ও সাজা পরোয়ানার আসামীসহ সর্বমোট ৩৮ জন আসামীকে গ্রেফতারপূর্বক মোট ৪৪টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গত নভেম্বর মাসে সিলেট জেলা পুলিশ ১৩৭২ জনকে গ্রেফতারসহ সর্বমোট ১৭৭০টি পরোয়ানা নিষ্পত্তি করে। মাসব্যাপি অভিযানে ২টি পাইপগান, ১ রাউন্ড কর্তুজ, ৩কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল, ২১৪ বোতল বিদেশী মদ, ২৮৯ লিটার চোলাইমদ, ৭ গ্রাম হেরোইন ও ৫৪,০০০টি ভারতীয় নাছির বিড়ি উদ্ধার করে। এ সময় ২টি চোরাই মোটর সাইকেল ও ১টি ফোরস্ট্রোক সিএনজি উদ্ধার করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গত জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আলী খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোলাপগঞ্জ থানাধীন সোনাপুর চৌমুহনী বাজার হতে ২০০ গ্রাম গাঁজাসহ শরফ উদ্দিন (৪০) পিতা: মনফর আলী সাং উত্তর গোলাপনগর থানা: গোলাপগঞ্জ জেলা: সিলেটকে আটক করে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। বিজ্ঞপ্তি