লিটন রায়

9

এত অবহেলা! আর কত বেলা?

এত অবহেলা! আর কত বেলা?
সইতে পারি না মনে
শ্রাবণী ধারাতে চেয়েছি হারাতে
প্রেমেতে তোমার সনে।

রিম-ঝিমঝিম টাপুরটুপুর
বৃষ্টিতে ভেজা বেলা
চেয়েছি কাটাতে মিষ্টি দুপুর
তুমি যে করলে হেলা।

কেটে গেছে রাত একাঁধ ওকাঁধ
তোমাকে চাওয়ার শোকে
কনকন শীতে বেদনার গীতে
ভেসে গেছে জল চোখে।

শীত কী নিঠুর বড় সে কঠুর
ঝোড়ায় গাছের পাত
তুমি হিনা আজ ঘুম ছুঁটে পাছ্
কান্না জলের রাত।

এলো যে ফাগুন বাড়ায় দ্বিগুণ
বুকতে প্রেমের জ্বালা
আর কত চাই? কাছে তো না পাই!
এসো গো কৃষ্ণ কালা

এত অবহেলা! আর কত বেলা?