ওসমানী বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের দাবী

54

DSC_0707স্টাফ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ ও  পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার দাবিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচী চলাকাল অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুর রহমান চৌধুরী, রোটারিয়ান আলহাজ্ব মইন উদ্দিন চৌধুরী, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মহিউদ্দিন, যুব পদক প্রাপ্ত আফিকুর রহমান আফিক, ডা: হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মোঃ দুলাল হোসেন, প্রফেসর আব্দুস সাত্তার, মোঃ বেলাল উদ্দিন, ফুলনেহার বেগম, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ হারুন, কাওসার আহমেদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বিমান বন্দরে যাত্রী হয়রানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রবাসীরা আমাদের প্রাণ, তারা দেশে এসে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ সকল প্রবাসীরা দেশে এসে নিরাপত্তাহীনতায় ভোগেন। বক্তারা প্রবাসী হয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্ণাঙ্গ র্কাযক্রম চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।