স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অতি দ্রুত খুলে দেয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা চলছে। শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি। গণিত অলিম্পিয়াডের সিলেট রিজিওয়ান পর্বের পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানে ভিসি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের ভালোবাসার মধ্যে বিশ্ববিদ্যালয়কে রাখতে হবে। সকলের প্রচেষ্টায়ই কেবল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সুন্দর রাখা সম্ভব।
উল্লেখ্য ছাত্রলীগের দুই গ্র“পের বন্দুক যুদ্ধে গত ২০ নভেম্বর সুমন কুমার দাস (২২) নামে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র খুন হওয়ার পর শাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট চারটি মামলা দায়ের করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটিও। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো দিকে না তাকিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।