হবিগঞ্জে সংসদ সদস্য মিলাদ গাজীর পরিবারের উপর হামলা

102
হামলাকারী (ইনসেটে) ও তার ব্যবহৃত গাড়ী।

ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ (মিলাদ গাজীর) ছোট দুই ভাই ও সংসদ সদস্যের ছেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় জুনেদ আহমদ (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ (মিলাদ গাজীর) ছোট দুই ভাই সাহেদ গাজী ও গাজী মোহাম্মদ আশফাক (নাহেদ গাজী) এবং সংসদ সদস্যের ছেলে ফাওয়াজ গাজী ও ফারাজ গাজীসহ তাদের পরিবার নিয়ে সিলেট থেকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কে নাহেদ গাজীর বহণকারী গাড়িকে ওভারটের্কিং করার সময় সৈয়দপুর এলাকার একটি দ্রুত গাতির প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ (১১-৬৫৯৩) ধাক্কা দেয়। পরে গাড়ি দাঁড় করিয়ে প্রাইভেট কার চালক রুমান আহমদের কাছে ধাক্কা দেয়ার বিয়ষে জানতে চাইলে চালক রুমান আহমদ সংসদ সদস্যের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সৈয়দপুর বাজারে এসে অবস্থান নেয়। পরে নাহেদ গাজীসহ তাদের পরিবারের সদস্যদের বহণ করা গাড়ি নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় পৌছাঁমাত্রই ওই প্রাইভেট কার চালক রুমান,মিনার হোসেন,জুনেদ আহমদসহ ৮-১০জন লোক সঙ্ঘবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্য মিলাদ গাজীর পরিবারের উপর হামলা চালায়। এতে সাহেদ গাজীসহ কয়েক জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলায় জড়িত জুনেদ আহমদ (৩৫) নামের একজনকে আটক করতে সক্ষম হয়। এদিকে হামলার বিষয়ে আহত সংসদ সদস্য মিলাদ গাজীর ছোট ভাই সাহেদ গাজী জানান, আমি ও আমার ভাই পরিবার নিয়ে সিলেট থেকে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে সৈয়দপুর এলাকার স্থানীয় বিএনপি জামায়াতের কর্মীসহ ৮/১০ জনের একটি দল আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, হামলার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। অপর হামলাকারীদের গ্রেফতারের আমাদের অভিযান অব্যাহত রয়েছে।