বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৭তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় কোর্ট পয়েন্টে বিকাল ৪টায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জোতি পালের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহাজাহান আহমেদ, কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি কাশেম আহমদ, সাধারণ সম্পাদক অরুন বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন প্রমুখ। সভায় প্রধান বক্তার বক্তব্যে কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন মহাজোট সরকার দেশে আজ দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। দেশের একদিকে যখন খুন, গুম, হত্যা, সন্ত্রাস চলমান, সেই সময়ে গ্যাস এবং তেলের দাম বৃদ্ধির ঘোষণা জনগণের জীবনকে কষ্ট থেকে কষ্টতরের দিকে ধাবিত করেছে। মানুষের জীবন যাপনে আজ নাভিশ্বাস উঠছে। এই লুটপাটের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সকল গণতন্ত্রমনা মানুষদের ঐক্যবদ্ধ করে বাসদ-সিপিবি জোট-মহাজোটের বাইরে জনগণের বিকল্প শক্তির গড়ে তোলার আন্দোলন করে যাচ্ছে। তিনি সবাইকে এই আন্দোলনে যুক্ত হয়ে মেহনতী মানুষের মুক্তি সংগ্রামকে তরান্বিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি