মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র তরুণ কবি মুহম্মদ ফরহাদ ইমরান রচিত প্রথম কাব্যগ্রন্থ ’মনগড়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্র্ােপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। ৪৮টি কবিতা সম্বলিত উক্ত কাব্যগ্রন্থে প্রকৃতি, প্রেম ও জগত সংসারের চিত্র সজীব হয়ে উঠেছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন তরুণ এই কবির সৃজনশীল কর্মকান্ডকে অভিনন্দিত করে কাব্যচর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন। গভীর অনুশীলনের মাধ্যমে সে একদিন কবিতার জগতে প্রতিষ্ঠিত হতে পারবে বলে তিতি আশা প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর এমিরিটিাস এম. আব্দুল আজিজ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার খন্দকার মাহমুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর অধ্যাপক নন্দলাল শর্মা, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি