স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বেসরকারিকভাবে আবারও দ্বিতীয় বারের মতো বিজয়ের হাসি হাসলেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার সিসিকের স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র পদে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।
আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতিকে সর্বমোট ৯২ হাজার ৫শ’ ৮৮ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে ভোট পান ৮৬ হাজার ৩শ’ ৯২। দুই কেন্দ্রে মিলিয়ে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে আরিফুল হক বেসরকারিভাবে নির্বাচিত হন।
এর আগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সিটি নির্বাচনের স্থগিত হওয়া দু’টি কেন্দ্রসহ ১৬ কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচন হয়।
প্রতিদ্বন্দ্বিতায় থাকা ২ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে গতকাল শনিবার ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৪ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এছাড়া হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। এ দুই কেন্দ্রের মোট ভোট ছিল ৪৭৮৭টি।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তিনি জানান, ১৬টি কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির হাজার খানেক সদস্য মোতায়েন ছিলেন। এর আগে রিটার্নিং কর্মকর্তা নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন।