স্টাফ রিপোর্টার :
নগরী ও শহরতলী থেকে পৃথক অভিযান চালিয়ে পাইপগান, গুলি, ছোরা ও পলাতক ২ আসামীসহ ৪ অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত সোমবার রাতে র্যাব পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
অস্ত্রসহ গ্রেফতারকৃতরা হচ্ছে- জালালাবাদ থানার মোল্লাগাঁ গ্রামের মো. মিছিল আলীর পুত্র মো. হাসান আলী ও একই থানার লালারগাঁ গ্রামের মো. মনফুর আলীর পুত্র মো. ফরিদ উদ্দিন এবং পলাতক আসামীরা হচ্ছে কোতোয়ালী থানার জয়নগর গ্রামের মৃত ইউসুফ সরকারের পুত্র মো. কামরুল ইসলাম (৩৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের মো. সুজাত চৌধুরীর পুত্র বর্তমানে নগরীর মজুমদারপাড়ার সোনালী ব্লক বি এর ১০৬ বাসার বাসিন্দা মো. সাইফুল চৌধুরী (৪০)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে জালালাবাদ থানার মোল্লাগাঁ গ্রামে অভিযান চালিয়ে মো. হাসান আলী ও মো. ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তারা দুইজনই ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে বিক্রি করত। দীর্ঘদিন থেকে তারা ওই ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন র্যাবের ওই কর্মকর্তা। মাঈন উদ্দিন চৌধুরী জানান, আটক হাসান ও ফরিদের কাছ থেকে একটি ছুরি, একটি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে, র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাঈন উদ্দিন চোধুরী আরো জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অপর দু’টি অভিযানিক দল নগরীর শিবগঞ্জ পয়েন্ট ও সোবহানীঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামী মো. সাইফুল চৌধুরী ও মো. কামরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার কোতোয়ালী ও শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।