বিশ্বম্ভরপুরে স্থায়িত্বশীল পানি ও সেচ ব্যবস্থাপনা শীর্ষক গণশুনানী

32

বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা :
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিলনাতয়নে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় ভলান্টারী এসোসিয়েসন ফর রুরাল ডেভেপাপমেন্ট (ভার্ড)’র বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় স্থায়িত্বশীল পানি ও সেচ ব্যবস্থাপনার সমস্যা ও সম্ভাবনা শীর্ষক গণশুনানীর অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্যবে আব্দুল গণী আনছারী। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা গাজিউর রহমান, অফিসার ইনচার্জ সহিদুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত আমানত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সহকারী অধ্যপক নুরুল আমীন, একশন এইড প্রতিনিধি ওয়ালিউর রহমান, ভার্ড প্রজেক্ট ম্যানেজার আমিরুল হায়দার, সঞ্চালনে ছিলেন হাসান বশির, বক্তাগণ বলেন ভোগলিক অবস্থার উপর আমাদের উপজেলার প্রায় ৭ কিঃ মিঃ উঁচু ভূমি এবং ১৩ কিঃমিঃ প্লাবন ভূমি এই খানে অনেক নদী সচল এবং অচল অবস্থায় আছে। যে সমস্ত নদী অচল অবস্থায় সেইগুলো কে খনন করার জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করা হয়। প্রায় চারশত মাছ বিলপ্তির পথে ইজারাদারদের  বিভিন্ন ক্যামিকেল ব্যবহারের ফলে মাছের বংশ আজ ধংসের পথে।