নিলুফার জাহান
ছোট্ট ভাইয়ের মিষ্টি কথা
লাগে কত ভালো
মায়ায় ভরা মুখটা যে তাঁর
যেন চাঁদের আলো ।
বিকেল হলে সবার সাথে
খেলে ক্রিকেট খেলা
একটা ছক্কা মেরেই হাসে
খুশি সারা বেলা ।
আমি যখন বাড়ি ফিরি
সকল কাজের শেষে
ছোট ভাইটা দৌড়ে এসে
বসে কোলটা ঘেসে।
আমার জন্য আনছো খাতা
আঁকবো ছবি বসে?
রঙিন পেন্সিল আনতে হবে
বলে কাছে এসে ।
রঙিন পেন্সিল পেয়ে ভাইযে
মধুর হাসি হাসে
চাঁদের আলো ফুটে ঘরে
মনে শান্তি আসে।