যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আমির আজম খান বলেছেন, প্রশিক্ষণ ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করে। এর মাধ্যমে ব্যক্তি গোটা সমাজকে আলোকিত করে। তবে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজের কল্যাণে ব্যয় করতে হবে। আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যুবক যুবতীদের কর্মসংস্থান ও সমৃদ্ধ জাতি গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জালালাবাদ উন্নয়ন ফোরামের উদ্যোগে ও উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক পরিচালিত ইসলামপুরস্থ সানরাইজ আইডিয়াল একাডেমীতে আয়োজিত হাঁস মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা পরিচালিত ফোরামের সহ-সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সানরাইজ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আলতাফুর রহমান। ফোরামের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও মুফতি মফিজুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মইনুল ইসলাম কালা, মাওলানা আতাউর রহমান, সুমন আহমদ, নজরুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, আব্বাস উদ্দিন খান, মাওলানা আব্দুল আলিম, আব্দুল হক, অলিউর রহমান, গোলাম রব্বানী, হাবিবুর রহমান, মাষ্টার আতিকুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসকন্দর আলী। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি