সুলায়মান খান (র.) এর কবর জিয়ারতে জমিয়ত নেতৃবৃন্দ ॥ বৃটিশের গোলামী মুক্ত করতে মরহুম সুলায়মান খানের অবদান চির অম্লান হয়ে থাকবে

31

উপমহাদেশের বিখ্যাত আলেম বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী (র.) এর বিশিষ্ট শিষ্য সিলেট নগরীর ফাজিল চিশত নিবাসী মরহুম আলহাজ্ব সুলায়মান খান (র.) এর কবর জিয়ারত করেছেন, সিলেট মহানগর জমিয়ত নেতৃবৃন্দ। গত শুক্রবার ২১ নভেম্বর বাদ এশা সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল ফাজিল চিশত জামে মসজিদ সংলগ্ন মরহুম সুলায়মান খানের কবরের পাশে গিয়ে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। পরে জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের সপ্তম ছেলে হাসিব খানের সাথে মতবিনিময় করেন। এ সময় মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সিদ্দিকী বলেন, বৃহত্তর সিলেটের যে সকল মহান ব্যক্তিদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে আমাদের দেশে মদনীয়ত, দেওবন্দিয়াত তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপক প্রচার-প্রসার ঘটেছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন মরহুম সুলায়মান খান। এক সময় তাঁর বাসা ও মসজিদে বসেই শায়খুল ইসলাম মাদানী, শায়খে কৌড়িয়া (র.) সহ আমাদের আকাবিরগণ জমিয়তসহ দ্বীনের বহুমুখী কাজ আন্জাম দিতেন। আমাদের দেশকে বৃটিশের গোলামী মুক্ত করতে মরহুম সুলায়মান খানের অবদান চির অম্লান হয়ে থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলতাফুর রহমান, জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মুফতি মুতিউর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ হাসান আহমদ, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি