ছাতকে সংঘর্ষের ঘটনা সালিশে নিষ্পত্তি

39

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে রাস্তার নির্মাণ কাজ নিয়ে সংঘর্ষের ঘটনা সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সালিশ বৈঠকে এ ঘটনার নিষ্পত্তি করা হয়। ছাতকের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, কালারুকা ইউপি চেয়ারম্যান নজরুল হক, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব সামছ উদ্দিন, আলহাজ্ব আবুল হায়াত, আঙ্গুর মিয়া চৌধুরী, মাওলান আব্দুল মালিক, হাজী আব্দুল জলিল, হিরন মিয়া, পৌর কাউন্সিলর সামছু মিয়া, ইরাজ মিয়া, জসিম উদ্দিন সুমেন প্রমুখ। বৈঠকে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য পক্ষদ্বয়কে কঠোরভাবে নির্দেশ দেন। উল্লেখ্য, গত রোববার পৌর এলাকার কুমনা-ভাজনা মহল গ্রামে রাস্তার নির্মাণ কাজ নিয়ে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০জন আহত হয়।