আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর দাফন সম্পন্ন

82

আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ও জালালাবাদ সিন্ডিকেট লিমিটেডের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাদির চৌধুরীর ১ম জানাযা গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে মরহুমের প্রতিষ্ঠিত রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন রসুলগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সদরুল আলম। এতে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সোহেল চৌধুরী, আব্দুল কাদির মেহেরুন্নেছা পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল আলম, প্রধান শিক্ষক মোঃ শামীম মিয়া, জমশেদ মিয়া, দৈনিক জালালাবাদের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুর রহমানসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী।
দ্বিতীয় জানাযা হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে বাদ জুম্মা পেশ ইমাম হাফিজ মাওলানা আসজদ আহমদের ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দরগাহের কবরস্থানে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী সোহেল চৌধুরী, সাবেক সংসদ সদস্য জালালাবাদ সিন্ডিকেট লিমিটেডের পরিচালক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ বদরুল ইসলাম, ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জালালাবাদ সিন্ডিকেট লিমিটেডের পরিচালক মিছবাউল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম, ডাঃ মোদাব্বির হোসেন, আব্দুল কাদির খান, মুহাম্মদ শেরওয়ান মিয়া কামালী, আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, নির্বাহী পরিচালক মসলেহ উদ্দিন চৌধুরী, পরিচালক আজম খান, আব্দুল কাইয়ুম, হাসান মাহমুদ মসরুর, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, শামীম হাসান চৌধুরী, দৈনিক জালালাবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়খ এনামুল হক চৌধুরী, সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট মোঃ শফিকুল আলম, আল-হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সামসুল আলম, সেক্রেটারী আব্দুর রহমান রিপন, সাবেক সভাপতি আব্দুস সালাম, স্বাদ ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আলম, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, বিএমএর সাবেক সভাপতি ডাঃ এ কে এম হাফিজ, শ্রমিক নেতা ফখরুল ইসলাম খান, ফজলুল করিম আজাদ, ইবনেসিনা হাসপাতালের মার্কেটিং ম্যানেজার উবায়দুল হক, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার (অপারেশন) আ স ম মওদুদ, মকবুল হোসেন, কয়ছর আহমদ প্রমুখ।
দাফন শেষে মরহুমের নিকট আত্মীয়, বন্ধুবান্ধব, হিতাকাক্সক্ষী ও উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি