সিলেটের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলাম বলেছেন, ভাটি বাংলার প্রাণপুরুষ, মাটি ও মানুষের নেতা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সার্বিক পৃষ্ঠপোষকতায়, ওলিকূল শিরোমণি হযরত শাহাজালাল (রহ.) ইয়ামিনীর পুণ্য ভূমি সিলেটে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেটের যাত্রা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির কমিটি গঠনের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটির নির্বাহী সদস্য রুমন ভূঁইয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব প্রিয়ন্ত বণিক লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক জামিলুর রহমান, সহিবুল ইসলাম সজিব, গিয়াস উদ্দিন, মো. মোজাহিদ, আতাউর রহমান মিলন, আয়াজ আলম ভূঁইয়া, আশরাফুল ইসলাম, সাকিবুল হাসান শাওন প্রমুখ।
পরে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলামকে সভাপতি ও প্রিয়ন্ত বণিক লিটনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেটের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি জামালুর রহমান, আবু ইউসুফ মিয়া, মোজাম্মেল হক ভূঁইয়া, আব্দুর রহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক সহিবুল ইসলাম সজিব, সিহাব চৌধুরী, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুমান ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশুক মিয়া, অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দফতর সম্পাদক জহুর লাল দাস, সহ দফতর সম্পাদক নিবাস বৈষ্ণব নিঝুম, গবেষণা, তথ্য ও প্রকাশনা সম্পাদক আয়াজ আলম ভূঁইয়া, সাহিত্য সম্পাদক ফয়েজুল হক শিপু, প্রকাশনা সম্পাদক তরুণ খান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া মিলন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবীবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তমা রাণী দাস, নির্বাহী সদস্য আমির আলী, মোল্লা উম্মে শান শান্তা, বজলুর ইসলাম তালুকদার, নিহার রঞ্জন দাস, কাশেম ভূঁইয়া, আলাল মিয়া, খায়রুল ইসলাম কায়ের, হাসিম মিয়া, নাসিমুল হক, আমিন মিয়া, নুরুল হক, রানু বৈষ্ণব, ইয়াসমিন হক, শিখা রাণী বৈষ্ণব, মাঞ্জু মিয়া, পারভেজ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি