জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট বিভাগীয় হিসাব রক্ষণ অফিসের অডিটর জকিগঞ্জের চিনিরচক গ্রামের ফারুক আহমদ লস্কর হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী জবরুল হক লস্করকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশীট প্রদান করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন প্রায় সাড়ে তিন মাস পর গত ৮ নভেম্বর এ হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। অভিযুক্তরা হলেন সাইদুর রহমান লস্কর উরফে কুটি সোনা (৬৫), ছিদ্দেক আহমদ লস্কর (৩৫), বদরুল হক লস্কর (৫৫), জাহেদ আহমদ লস্কর (৩০), খালেদ আহমদ লস্কর (২৮) ও আলী আহমদ লস্কর (২২)। আসামীরা সবাই পলাতক রয়েছেন বলে চার্জশীটে উল্লেখ করা হয়। চার্জশীট প্রদানকালে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় সকল আসামীকে অভিযুক্ত করলেও ৩নং আসামী হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবরুল হক লস্করকে নির্দোষ প্রমাণ করেন। এনিয়ে নিহতের পরিবার থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে নিহত ফারুক লস্করের স্ত্রী ফাতেমা বাহারের অভিযোগ মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন তার কোন বক্তব্য না নিয়ে আসামী জবরুল হক লস্করের নিকট থেকে বড় অংকের টাকা নিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমার বক্তব্য নেয়ার জন্য বারবার অনুরোধ করার পরও তিনি তার কোন বক্তব্য নেননি। বরং গোপনে বড় অংকের টাকা খেয়ে এজাহারনামীয় ৩নং আসামীকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বদলী হয়ে চলে যান। এছাড়া বেশ কয়েকজন নিরপেক্ষ ব্যক্তির সাক্ষী না নিয়ে উল্টো আসামীদের পক্ষের দু’জন লোককে মামলার সাক্ষী করেছেন। তিনি পুলিশের এহেন চার্জশীটকে পক্ষপাতমূলক বলে মনে করেন। ফারুক লস্করকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত আব্দুল মুকিত লস্কর বলেন, এজাহারনামীয় ৩নং আসামী জবরুল হক লস্কর আমাকে খুন করার উদ্দেশ্যে হাঁটুর নীচে ও হাতের কুনুইতে মারাত্মক আঘাত করে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা বড় অংকের টাকা খেয়ে জবরুলকে বাঁচাতে গিয়ে আমাকে মারার বিষয়টি উল্লেখ করেননি। এছাড়া আমার মেডিকেল রিপোর্ট আদালতে দেননি বলে জানতে পেরেছি। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, এলাকার শতশত লোক ঘটনার সাথে জবরুল হক লস্কর উপস্থিত থাকার সাক্ষী দিলেও তদন্তকারী কর্মকর্তা চার্জশীটে উল্লেখ করেন, তার বিরুদ্ধে কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। মামলার বাদী মুকুল আহমদ লস্কর বলেন, তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) বড় অংকের টাকা নিয়ে এজাহারনামীয় ৩নং আসামী জবরুল হক লস্করকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। আমরা শীঘ্রই এই চার্জশীটের প্রতি আদালতে লিখিতভাবে অনাস্থা প্রদান করবো। এ ব্যাপারে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের ০১৭১৫২৮৮৮৩৬ নাম্বারে কল করলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য যে, চলতি বছরের ১২ জুলাই জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের চিনিরচক গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে দিনে দুপুরে সিলেট বিভাগীয় হিসাব রক্ষণ অফিসের অডিটর ফারুক আহমদ লস্করকে হত্যা করা হয়।