গোলাপগঞ্জ ১নং বাঘা ইউপি চেয়ারম্যান কবির আহমদ ইউনিয়নে এসে অফিস করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী ইউনিয়নের জনসাধারণ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসাদুল হক, উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা হোসাইন বরাবরে ভুক্তভোগী জনসাধারণ এ স্মারকলিপি তুলে দেন। তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১নং বাঘা ইউপির আব্দুল হাকিম পারভেছ, সুরমান আলী, আলেখ আহমদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয় গোলাপগঞ্জ ১নং বাঘা ইউনিয়ন প্রায় এক বছর যাবৎ কর্তা বিহীন হয়ে আছে। এরপরও ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যহীন ভাবে ইউনিয়নে এসে অফিস না করে চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যানীর দায়িত্ব। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ গণমান্য ব্যক্তিবর্গ উদ্যোগ গ্রহণ করেও সুফল লাভ করেননি। বর্তমান উপজেলার ১নং বাঘা ইউনিয়ন কর্তাবিহীন হয়ে আছে। মানুষের স্বাধীন মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই ইউনিয়নের জনসাধারণ। এলাকাবাসী ও স্থানীয় সরকার কর্তৃক স্বীকৃত, ইউনিয়নে এসে চেয়ারম্যানকে অফিস করতে মানুষের নার্য অধিকার আধায়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা কর্মকর্তাসহ উপজেলা চেয়ারম্যানদের সদয় সুদৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি