দেশের প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি, খলিফায়ে মদনী, আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র:) ছিলেন একজন সত্যিকারের আল্লাহ ওয়ালা বুযুর্গ। ইসলামী শিক্ষা বিস্তারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি একজন আধ্যাত্মিক ও রাজনৈতিক অন্যন্য ব্যক্তিত্বও ছিলেন। সমাজ সংস্কারে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। প্রখ্যাত এ বুযুর্গের শূন্যতা পূরণ হওয়ার নয়। আমাদেরকে তার জীবনাদর্শ আলোচনার পাশাপাশি সে অনুযায়ী ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে হবে। বক্তারা বলেন, শায়খে কৌড়িয়া রেখে যাওয়া সংগঠন, আকাবীর আসলাফের আমানত জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রমকে ইবাদত মনে করে করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট নগরীতে মাদানী কাফেলা বাংলাদেশ আয়োজিত মরহুম মাওলানা আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র:) ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসেমী, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী, মুসলিম যুব ফোরাম সিলেটের সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ, সেক্রেটারী সৈয়দ উবায়দুর রহমান, হাফিজ ফয়েজ উদ্দিন খান, হাফিজ গিয়াস কামাল, হাফিজ ফুযায়েল আহমদ, মাওলানা নোমান সিদ্দিক, হাফিজ জাহেদ আহমদ, রাসেল মাহফুজ, রুহুল ইসলাম, কবির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি