দক্ষিণ সুরমার মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরে আবেদন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রইছ আলী এ আবেদনটি করেন।
আবেদনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ সুপারিশ সহ অর্থমন্ত্রী বরাবরে অগ্রগামী করেছেন। আবেদনে তারা বলেন, গত মাসে সিলেট শহরের কয়েকটি স্থান অর্থমন্ত্রী পরিদর্শন করেছেন। সিলেট শহরের দক্ষিণ সুরমা চন্ডিপুল পয়েন্ট সিলেট বিভাগের চারটি জেলা ও সকল উপজেলার সাথে যোগাযোগের উত্তম স্থান। জায়গাটির পূর্বে দিকে জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, হুমায়ূন রশিদ স্কয়ার হয়ে উত্তর দিকে সিলেট শহর থেকে কাজির বাজার সেতু হয়ে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাটসহ সিলেট সদর উপজেলার সকল জনগণ, পশ্চিমদিকে ছাতক সহ সুনামঘ্হজ জেলার সকল জনগণ টুকেরবাজার, তেলীবাজার, বাইপাস হয়ে যাতায়াত অত্যন্ত সুবিধাজনক। মৌলভীবাজার হবিগঞ্জ জেলার সাথে জায়গাটির সরাসরি সড়ক যোগাযোগ। এছাড়া জায়গাটির সরকারি পরিত্যক্ত ৮ একর ভূমি রহিয়াছে। জায়গার চারদিকে ও ব্যবহৃত প্রচুর জমি আছে। পাশে সুরমা নদী থাকায় ড্রেজিং করে মাটি ভরাটের সুবিধাও আছে। অবহেলিত দক্ষিণ সুরমা উন্নয়নের স্বার্থে চন্ডিপুলের জায়গাটিতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে দাবি জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ। বিজ্ঞপ্তি