জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের বাবুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাত ৮টায় বাজারের পশ্চিম পার্শ্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. আব্দুল মতিন ছুনু মিয়া। সমিতির যুগ্ম সেক্রেটারি মাসুম আহমদের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন খলিলুর রহমান বাবুল, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি মো: আব্দুস ছালাম। বাজার থেকে সকল অপরাধ দূর করার আহ্বান জানিয়ে সার্বিক ক্ষেত্রে শৃংখলা রক্ষা করতে ব্যবসায়ীসহ সকলের প্রতি অনুরোধ জানান। রাত ১২টার পর থেকে বাজারের দোকানপাট খোলা থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামশেদ আলম। তিনি বলেন পুলিশ কাউকে ইচ্ছা করে হয়রানি করে না। কিন্তু কেউ আইন অমান্য করলে তাকে শাস্তি পেতে হবে। ঐতিহ্যবাহী বাজারের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে উল্লেখ করে শান্তি-শৃংখলা রক্ষায় রাজনীতিক, ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুলতানপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ চৌধুরী একল। তিনি বলেন হরতালের নামে সহিংসতা করা যাবে না।বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, নোমান উদ্দিন, খলিলুর রহমান, আব্দুস ছাত্তার, সাহাব উদ্দিন সাবু, সমিতির সহ-সভাপতি মোশাররফ হোসেন সরফ, ইউপি সদস্য আব্দুল খালিক, আজির উদ্দিন লোকন, জাপা নেতা আবুল হারিছ, আব্দুল আহাদ, বাজার সমিতির সাবেক সেক্রেটারি অলিউর রহমান, সমিতির কোষাধ্যক্ষ আব্দুল গফুর, ডা. বাবুল চন্দ্র নাথ, হাজী আব্দুর রহীম, সায়বুল ইসলাম, রফিক আহমদ ও আব্দুল মুমিত প্রমুখ।