নয়া বন্দর অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

50

সমাজকর্মী শিউলী আক্তার বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের অন্যায় ও অবিচারকে দূর করা সম্ভব। এক্ষেত্রে সমাজের তরুণরাই বেশি এগিয়ে আসতে হবে। ভালো মনের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সুস্থ সমাজ বির্নিমাণে উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি গত সোমবার জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজারে অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, জগন্নাথপুর একটি আলোকিত এলাকা। এখানকার সামাজিক বন্ধন সুদৃঢ়। এই বন্ধন আরও সক্রিয় করতে শিক্ষা, মানবসেবা সহ নানা খাতে তরুন ও যুবকদের এগিয়ে আসতে হবে। অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সংস্থার সভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল, কবি সৈয়দ আজমল হোসেন, প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া, মঈনুল হোসেন, আবু সাঈদ মো. ওয়াজেদ, এস, এম শফিকুল, শাহেদ আহমদ, আলী নূর মিয়া,  ইউপি মেম্বার সৈয়দ এনামুল হক। সংস্থার সহ সভাপতি সুজেল মিয়া ও প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এবং নয়াবন্দর বাজারে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন। বিজ্ঞপ্তি