আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বিএনপির দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৬টি দোকাটপাট। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রোকন মিয়া (৩৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ইমরান আহমেদ (২৫), ফারুক মিয়া (৩০), হযরত আলী (৪৫), মিলন মিয়া (৩৮), হারেছ মিয়া (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯ টায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপি মূলত দুইভাগে বিভক্ত। একটি বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী ও অন্যটি বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান গ্র“প। সম্প্রতি জেলা থেকে আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দুইগ্র“পের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। তারই জের ধরে দুই গ্র“পের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় একপক্ষ অন্যপক্ষের ৬টি দোকানপাট ভাংচুর করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান বলেন, সংঘর্ষের বিষয়টি জানতে পেরেছি, তবে কি নিয়ে ঘটেছে তা বলতে পারব না, আমি এখন ঢাকায় আছি। জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরীর মোবাইল নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ধর্মপাশা থানার ওসি আশেক সুজা মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।