জীবনের ধারাক্রম

8

রিয়াজ মাহমুদ রাতুল :

শুকনো পাতা ঝরে ফের সবুজ পাতা হাসে
জীবনের ধারাক্রম এভাবেই আসে।
ধারাক্রমে দুখ আসে, আসে সুখ-হাসি
জীবনের বাগে ফুল, ফোটে রাশি রাশি।

কখনোবা আসে ঝড় জীবনের ধারাক্রমে
দিনশেষে হাসে ফের সূর্যটা পুরোদমে।
শূন্যতা আছে যত পূর্ণতায় ঘুচে যায়
জীবনের ধারাক্রম থাকে স্বমহিমায়।