ধর্মপাশা উপজেলা আ’লীগের কমিটি গঠিত ॥ এমপি রতন সভাপতি

83

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দীর্ঘ ১৭ বছর পর সোমবার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে সভাপতি করা হয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলেও বাকি দুইজন প্রার্থীর মত পার্থক্যের কারণে এ পদটি অঘোষিত রয়েছে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিসবাহ্ উদ্দিন সিরাজ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম।
সম্মেলনে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ আয়ূব বগত জগলুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার জাহান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী নেতা আলমগীর কবির, শামীম আহমেদ বিলকিস, শামীম আহমেদ মুরাদ প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে বিকেল চারটায় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনেক সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে ওমর ফারুক তালুকদার ও শামীম আহমেদ মুরাদ তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নিলে অপর দুই প্রার্থী আলমগীর কবির ও শামীম আহমেদ বিলকিসের মধ্যে মত পার্থক্য থাকায় জেলার নেতৃবৃন্দ এ পদটি অঘোষিত রেখে যান। বিজ্ঞপ্তি