গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে মাইক্রোবাস দিয়ে গরু চুরি করার সময় নাসিমা বেগমকে (৩২ ) নামে এক মহিলাকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। গ্রেফতারকৃত নাসিমা বিয়ানীবাজার উপজেলার মাতিউরা গ্রামের হবিদ মিয়ার স্ত্রী। গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় নাসিমা বেগমকে আসামী করে গরু চুরি মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত নাসিমাসহ কয়েকজন পুরুষ সদস্য গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে বলদ ও বাচ্চাসহ একটি গাভি বের করে নিয়ে আসে। গাড়িতে গরুগুলো তুলার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নাসিমাকে রেখে অন্যরা পালিয়ে যায়। এ সময় মাইক্রোবাস নিয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মাইক্রোবাস ধাওয়া করে নাসিমাকে আটক করে পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ থানা পুলিশ মাইক্রোবাসসহ নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, নাসিমা বেগম সহ কয়েকজন গোলাপগঞ্জ উপজেলার নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় চুরির মামলায় নাসিমাসহ আরও ৩ জনকে অজ্ঞাত রেখে আসামীকে করে থানায় মামলা হয়েছে। এ সময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।