শান্তিগঞ্জে ছাত্রলীগের দুইজনসহ ১৬ জন গ্রেফতার

3

এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়ি, নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের ২জন এবং সাজাপ্রাপ্ত ২জন সহ ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আটক জুয়াড়িদেরকে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ থানা এলাকার বিভিন্ন হাট-বাজারে গোপনে একাধিক জুয়াড়ি চক্র জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা খেলে আসতেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলীর নির্দেশনায় উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. সুলেমান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহাতায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ী সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশ টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে আটক করেন এবং তাদের কাছে জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০, ৩২০/-টাকা উদ্ধার করেন।
আটকৃতরা হলো শান্তিগঞ্জ থানা এলাকার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ফয়সাল (৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ লিলু মিয়া(৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন(২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মোঃ আক্তার হোসেন(২৬), মৃত একরাম হোসেনের ছেলে মো. ইজাজুল হক(৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ(৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ(২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান(৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী (৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী(৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া(৫০)।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃতরা হলেন, গাজীনগর গ্রামের নূর আহমদ মিলন(৩৫) ও মাহবুব আলম (২৩)। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন, জামলাবাজ গ্রামের লিয়াকত আলী, হাসারচর গ্রামের আলীনুর খাঁন।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী আসামি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।