সামিমা বেগম
ইচ্ছে জাগে ভোরবেলাতে
পাখি হয়ে ডাকি,
ফুলবাগিচায় মনোহরা
পুষ্প হয়ে থাকি।
ইচ্ছে জাগে পুকুরজলে
শাপলা হয়ে ভাসি,
সবার মাঝে সুখ বিলিয়ে
দুঃখ-জ্বরা নাশি।
ইচ্ছে জাগে নীল আকাশে
ঘুড়ি হয়ে উড়ি,
রঙবেরঙের তিতলি হয়ে
সবুজ বনে ঘুরি।
ইচ্ছে জাগে সন্ধ্যাবেলা
জোনাক হয়ে জ্বলি,
বৃক্ষ -তরুর পত্র-শাখায়
মনের কথা বলি।
ইচ্ছে জাগে মনের আবেগ
কাব্য- ছড়ায় আঁকি,
বাংলাভাষা স্বর্ণপ্রভায়
যত্নে বুকে রাখি।