স্টাফ রিপোর্টার :
নগরীতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ১০ নভেম্বর থেকে অভিযান শুরু হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমন্বয় করা হবে। সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করব।
সূত্র জানায়, এ অভিযান সফল করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের জোর তাগাদা দেয়া হয়েছে। বিআরটিসি’র চেয়ারম্যান ও সেতু মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব গতকাল বৃহস্পতিবার এ নিয়ে সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। জেলা প্রশাসক এ অভিযান সফল করতে পরিবহন সেক্টর সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে গত ২৬ অক্টোবর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা, সড়ক পরিবহন ও বিআরটিএর সার্বিক কার্যক্রম-বিষয়ক এক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।