বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও ২০ দলীয় জোটের মুখপাত্র জননেতা সালাউদ্দিন আহমদকে জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল গতকাল সিলেট নগরীর চৌহাট্টা ভিআইভি সড়কে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ সিদ্দিকী সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার আইনশৃঙ্খলাবাহিনির অপব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের পর রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালিয়ে বাংলাদেশের ভোটে গণতান্ত্রীক অধিকার হরণ করে জোর পূর্বক ক্ষমতা ধরে রাখতে চায় যা অতীতে কোন স্বৈরাচাররের পক্ষে গণতান্ত্রীক দেশে সম্ভব হয় নি আজ ও হবে না অচিরেই জনগণের আন্দোলনের মুখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তিনি বলেন বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা সালাউদ্দিন আহমদকে আটক করার পর আইনশৃঙ্খলা বাহিনী নাটকীয় অস্বীকারের ঘটনায় সিলেটবাসী ততা দেশবাসী গভীর উদ্বিগ্ন। অবিলেম্ব বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে অবিলম্বে জনগণের মাঝে ফিরিয়ে দিন অন্যতায় আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন‘র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ নাজমুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম আলো, মুফতি নেহাল উদ্দিন, আব্দুল জব্বার তুতু, মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, আব্দুল হাদী মাছুম, মুহিবুজ্জামান, হাবিবুর রহমান, মইনুল ইসলাম স্বাধীন, ছাত্রদল নেতা জি এম আজম, সুহেল আহমদ, আবু সাঈদ তায়েফ, জাকির আহমদ, আলী আব্বাস, আজাদ আহমদ, কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আসাদ আহমদ, দুলাল রেজা, তৌহিদ আহমদ লস্কর, চান্দ আলী, সেবুল আহমদ, আবু বক্কর সিদ্দিক, রিপন আহমদ, মারুফ আহমদ মুরাদ, আব্দুস সালাম, লালা আহমদ, আবিদ খান, খোকন আহমদ, শাহরিয়ার আলম, মোস্তফা আলম, মুসা আহমদ, সাব্বির আহমদ, পল্লব রায়, মতিউর আহমদ, শাহিন শাহ, প্রিন্স আহমদ, মহসিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি