পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির সভা ॥ আজকের পরিবর্তে ১১ নভেম্বর থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট

46

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ‘সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি’ আহূত আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট ৫ দিন পিছিয়ে দেয়া হয়েছে। গত ২৭ অক্টোবর সোমবার ৭ দফা দাবিতে সংগ্রাম কমিটি এ কর্মসূচি ঘোষণা করেছিল। আগামী (১১ নভেম্বর) মঙ্গলবার সকাল ৬ টা থেকে পূর্বঘোষিত এ ধর্মঘট শুরু হবে।
গত (৪ নভেম্বর) মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ কার্যালয়ে সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় আহূত বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, আবুল কালাম চেয়ারম্যান, আবু সরকার, হাজী জিতু মিয়া, রশিদ উদ্দিন আহমদ ও আজাদুর রহমান ওদুদ, অন্যতম সদস্য রকিব উদ্দিন আহমদ রফিক, শফিকুর রহমান চৌধুরী, তেরা মিয়া, আব্দুল হান্নান চৌধুরী, মাশুক আহমদ, দিদার মিয়া, নূর উদ্দিন, মুজিবুর রহমান, আব্দুর রহিম, কাজী মলাই মিয়া, মঈন উদ্দিন আহমদ রুনু, আনছার মিয়া, আব্দুল হাফিজ আবিদ, আমিরুজ্জামান জোয়াহির, শাহজাহান মিয়া, আব্দুল কালাম চৌধুরী, মুক্তার আহমদ, হিরন মিয়া, ইমরান হোসেন ঝুনু, শাহ জিয়াউল কবির পলাশ, শামসুল হক মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি