সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকারের রিভিউ আপিল গ্রহণ না করেই পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার আগেই তড়িঘড়ি করে নিরীহ জামায়াত নেতা মু. কামারুজ্জামানকে ফাসী দেওয়ার আয়োজন দেখে মনে হচ্ছে তারা গায়ের জোরে কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। বিচারের নামে নিরীহ জামায়াত নেতাকে এরকম জুলুম করে হত্যার আওয়ামী ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা প্রতিরোধ করতে বদ্ধপরিকর। রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশের এই নিষ্ঠুর খেলা আওয়ামীলীগের চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে। অবিলম্বে নিরীহ জামায়াত নেতা কামারুজ্জামানকে হত্যার নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা পরিহার করুন। দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত হরতাল পালন থেকে শিক্ষা নিয়ে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিচার কার্যক্রম বন্ধ করুন। অন্যথায় সেদিন আর বেশী দূরে নয় আপনাদেরকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
গতকাল বুধবার জামায়াত কেন্দ্র আহূত ২য় দফার টানা ৪৮ ঘণ্টার হরতালের ১ম দিনে হরতাল চলাকালে সকাল থেকেই সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর থানায় থানায় পৃথক স্থানে পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর কুমারপাড়া, সুবিদবাজার, কাজীটুলা, শাহপরান গেইট ও দক্ষিণ সুরমা সহ পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মাহমুদুর রহমান দিলওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি