জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণপরিষদের সাবেক সদস্য, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান,বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট লুৎফুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচ তলায় স্বাস্থ্য বিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মওলানা আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল নিহত সদস্য, এডভোকেট লুৎফুর রহমান, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের মরহুম ছেলে সায়েমের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অসুস্থ তোফায়েল আহমদের সুস্থতা কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। তাছাড়া জাতীয় সংসদের সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব এর বিজয়ে শুকরিয়া আদায় করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক এফতার হোসেন পিয়ার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য মুস্তাকুর রহমান মফুর, মহানগরের কার্যনির্বাহী সদস্য আজম খান, আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দে, সাব্বির খান, সাইফুল আলম স্বপন, জামাল আহমদ চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মাহফুজ চৌধুরী জয়, উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম, আব্দুল মালিক সুজন।
মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল ও মরহুম লুৎফুর রহমানের সন্তান লুৎফুর এলাহী স্বপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ জুনেদ আহমদ শওকত, মুফতি আব্দুল খাবির, জায়েদ আহমেদ খান সায়েক, নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, শেখ সুরুজ আলম, বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, মোঃ ছয়েফ খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি