মণিপুরী রাসলীলা উপলক্ষে কমলগঞ্জে আজকের হরতাল প্রত্যাহার

31

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব “মহারাসলীলা” অনুষ্ঠানের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবারের (৬ নভেম্বর) হরতাল প্রত্যাহার করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। রাস উৎসব পরিচালনা কমিটির অনুরোধে তারা হরতাল প্রত্যাহার করেছে।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক ইয়ামীর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দলের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী হরতাল প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো জানান, জেলার বিভিন্ন স্থান থেকে যেসব গাড়ি কমলগঞ্জে রাসোৎসবে যাতায়াত করবে সেসব গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর (শিববাজার) মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এ্যাড. চাঁদ মুরারী সিংহ স্বপন জানান, মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর কাছে আমরা সারা মৌলভীবাজার জেলায় বৃহস্পতিবারের হরতাল (৬ নভেম্বর) প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলাম।