ছাতকে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আটক ২

4

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে অপারেশন ডেবিল হান্ট অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইউপি যুবলীগের সাধারন সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। রোববার ও শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, মন্ডলপুর গ্রামের সিরাজ খাঁনের পুত্র ও ব্যবসায়ী কদরিছ খাঁন (৫৮)। শনিবার ৮ মার্চ সন্ধ্যায় তাকে জাউয়াবাজার থেকে গ্রেফতার করা হয়।
এদিকে পৃথক অভিযানে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, ধারন গ্রামের আরশ আলীর পুত্র হেলাল মিয়া (৪৫) কে রোববার দুপুরে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার করা দু’আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।