স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকা থেকে প্রায় পৌনে ৬ লাখ টাকার চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। পাশাপাশি জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় হযরতপুর ইউনিয়নের মেরুভাঙ্গা গ্রামের সাজিদুর রহমানের ছেলে মশিউর রহমান (৩৮), চাঁদপুর জেলার ফরিদঞ্জ থানার মুন্সিবাড়ী দক্ষিণ রাজাপুর গ্রামেরে আলী রাজা পাটোয়ারীর ছেলে ইব্রাহিম খলিল (৩২) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভোবনখোড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামের আব্দুল হাই-এর ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম কাভার্ড ভ্যান চালাক ও তৌহিদুল তার সহকারী।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোগলাবাজার থানার শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালানো হয়। এসময় ওই কাভার্ড ভ্যান থেকে ৯৭ বস্তা চোরাই চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির পরিমাণ ৪ হাজার ৭শ ৬০ কেজি। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭১ হাজার ২শ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।