একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
আজ ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০ম মৃত্যু দিবস। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২০০৯ সালের এই দিনে তিনি সিলেটের নুরজাহান জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাহ আব্দুল করিমের ইচ্ছা অনুযায়ী তাঁকে উজান ধল গ্রামে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়। তিনি তার গানে জীবন এবং মৃত্যু সম্পর্কে এভাবে বলেন,
বাউল আব্দুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ অনুতাপ ভুলে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মমূচি হাতে নেওয়া হয়েছে। বাউল স¤্রাটের একমাত্র পুত্র নূর জালাল জানান, মঙ্গলবার বাদজোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে বাউল স¤্রাটের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবের সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি দিরাই উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাবেল। বাদ এশা থেকে ফজর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে আগত করিম ভক্তরা করিমগীতর আসমর বসাবেন।