রহমতের পঞ্চম দিন আজ

26

কাজির বাজার ডেস্ক

আজ ৫ রমজান ১৪৪৫ হিজরি। রহমতের দশকের পঞ্চম দিন আজ। মহানবী সা. বলেন যে, রমজান ‘সবর’ তথা ধৈর্য্য ধারণের মাস এবং সবরের বিনিময়ে আল্লাহপাক জান্নাত বরাদ্দ রেখেছেন। ইহা পরস্পর সহানুভুতি প্রদর্শন করার মাস। যে ব্যক্তি এ মাসে আপন গোলাম ও মজদুর হতে কাজের বোঝা হালকা করে দেয় আল্লাহপাক তাকে ক্ষমা করে দেবেন এবং জাহান্নামের আগুন হতে মুক্তি দান করবেন।
যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারিতে পানি পান করাবে আল্লাহপাক ক্বিয়ামতের দিন তাকে হাওজে কাওসারের পানি পান করাবেন। তারপর থেকে বেহেশতে প্রবেশ পর্যন্ত আর পানির কোনো পিপাসা হবে না।
হযরত আবু সাঈদ খুদরি রা. হতে বর্ণিত হুজুর সা.বলেন যে, রমযানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে দোযখ হতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাতে একটি করে দোয়া কবুল হয়। নিজে ইফতার করার পাশাপাশি রোজাদারদের ইফতার করানোর ফযিলতই আলাদা।
এ সম্পর্কে হাদিস শরিফে বর্ণিত হয়েছে-হযরত যায়েদ বিন খালেদ জুহানি রা. হতে বর্ণিত, রাসূল সা. বলেছেন, ‘যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো তাকে রোজাদারের অনুরূপ সওয়াব দান করা হবে। কিন্তু রোজাদারের সওয়াবের কোন কমতি হবে না। -(তিরমিযী /৮০৭) রমজান মাসের ৩০ দিনের রোজার ৩০টি ফজিলত রয়েছে। ৫ম রমজানের ফজিলত সর্ম্পকে হাদিসে এসছে, এদিন রোজা রাখলে ‘মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সাওয়াব দেওয়া হয়।’
হে আল্লাহ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তভর্‚ক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ! মেহেরবানী করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। রমজান শরিফে প্রত্যেকের উচিত নিজের অধীনস্থদের উপর থেকে কাজের চাপ কমিয়ে দেয়া যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত প্রিয়নবী সা.বলেন যে, ব্যক্তি বিনা ওজরে ইচ্ছা পূর্বক রমযানের একটি রোজা ভঙ্গ করেছে, অন্য সময়ের সারা জীবনের রোযা ঐ মাসের রোযার সমকক্ষ হবে না।
মাহে রমজানের একটি রোযা কতই না মূল্যবান। অতএব আসুন আমরা সবাই নিজ নিজ অধিনস্থ কমকর্তা-কর্মচারী ও কাজের লোকদের উপর সহানুভ‚তিমূলক কাজের চাপ কমিয়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন।