জামালগঞ্জ সদর ইউনিয়নে ব্র্যাক রিশেপ’র কর্মশালা

28

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ব্র্যাক রিশেপ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্চ ব্র্যাক এর আয়োজনে দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষা ভর্তিও হার বৃদ্ধি ও ঝড়ে পড়া রোধে করণীয় শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. আরজু মিয়া। রিশেপ মাঠ সহায়ক মো. সোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। বিশেষ অতিথি ইউপি সচিব অজিত কুমার রায়, সদর ইউপি কাজী আসম শরফুল বাশার, ব্র্যাক রিশেপ প্রকল্পের সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর নজরুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের এসএসপিপি প্রজেক্ট অফিসার মো. আশরাফুল আলম সেলিম, ব্র্যাক ওয়াশ প্রকল্পের উপজেলা ম্যানাজার মো. গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মনির হোসেন, রবিন্দ্র কুমার দাস, ইউপি সদস্যা রাশেদা আক্তার, আয়শা সিদ্দিকা, প্রচেষ্টা’র এফ এফ হোসেন মোহাম্মাদ সোহেল, তথ্য বন্ধু আনোয়ার হোসেন, রিশেপের মাঠ সহায়ক আশিষ কুমার তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, ঝড়ে পড়া রোধে মায়েদের ভূমিকা অপরিসীম, পাশাপাশি শিক্ষক অভিভাবক মহল সচেতন হলেই ঝড়ে পড়া রোধ কারা সম্ভব।