কোটা বহাল রাখার দাবিতে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মিছিল-সমাবেশ

44

৩০% কোটা বহাল রাখার দাবিতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে ৮ অক্টোবর সোমবার বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সমস্ত সংগঠনের সাথে একাত্মতা পোষণ করেন জেলা যুব কমান্ড নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব কমান্ড কেন্দ্রীয় নেতা মো. আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সর্বস্তরের নেতা ও কর্মীকে সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি সকল মুক্তিযোদ্ধার সন্তান ও পক্ষের শক্তিকে স্বাধীন বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।
জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মনজ কপালী মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মলয় তালুকদার, অরবিন্দু পাল, আবরু মিয়া, সাহেদ আহমদ, আলীমুর রহমান নয়ন, মিজান আহমদ, মনি আক্তার, রিনা বেগম, বামন আহমদ, সামাদ আহমদ, হৃদয় আহমদ, মাহাদ, রাজা তাহের, ফেরদৌস, আক্তার হোসেন, আরিফ, কামাল, আমির আলী, আব্দুল রশীদ, সুমন আহমদ, মো. রাহমানুর ইসলাম, আল (হাবিব), আহসান উদ্দিন তালুকদার, এস. এ. কয়েছ, মাহমুদুল হাসান মিজান, প্রিন্স পারেক, সাকি আহমত, এস. এম. অভি আহমেদ, আর. কে. রাফসান, আর. কে. মাছুম, মিজানুর রহমান টুটুল, সৌরভ আহমেদ, নাঈম আহমেদ, হাদী নাঈম, রোমান আহমেদ, তারেকুল আলম, মিজু, হাসান, জাক্কু, শাওন, হিমেল আহমদ, শিপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি