লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

3

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগেছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) বাঘমারা ক্যাম্প এলাকা ও স্বাস্থ্য বিভাগের আওতাধীন হীড বাংলাদেশ এলাকার একটি টিলায় আগুন লাগে। স্থানীয় সূত্র জানায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভ‚মিতে দুপুরে আগুনের সূত্রপাত। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকায় পাহাড়ি বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভ‚মি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে গেছে। স্থানীয়, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তারা আরো জানায়, ধারণা করা হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। বিগত সময়েও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটে।
তদন্ত কমিটির গঠন করা হয়। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এ ছাড়া বনের গাছগাছালি, লতাপাতা পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’ লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।